কেন্দ্রের বিজেপি সরকারের সর্বনাশা তিনটি কালা কৃষি আইন এবং বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহার এবং কৃষকের কৃষিজ ফসলের সহায়ক মূল্যের সরকারি ঘোষণার দাবিতে আগামী 27 সেপ্টেম্বর সংযুক্ত সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধ কর্মসূচিকে সফল করে তুলতে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ধাপড়া হাটে মিছিল করলো অল ইন্ডিয়া কিষান ও খেতমজুর সংগঠন। সংগঠনের পক্ষে মলিন সিংহ সরকার প্রফুল্ল রায় প্রমুখ নেতারা বলেন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে লাখো লাখো কৃষক টানা 10 মাস ব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে কালা কৃষি আইন বাতিলের দাবিতে আগামী 27 সেপ্টেম্বর ভারত বনধ সফল করে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
0 Comments