সর্বনাশা কৃষি আইন, জাতীয় শিক্ষা নীতি 2020 এবং জনস্বার্থবিরোধী বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহারের দাবিতে কোচবিহারের তুফানগঞ্জ শহরে আগামী 27 সেপ্টেম্বর সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধ সফল করতে মিছিল করল অল ইন্ডিয়া ছাত্র সংগঠন ডি এস ও। আগামী 27 শে সেপ্টেম্বর ভারত বনধকে সফল করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ছাত্র নেতা অর্জুন বর্মন বলেন - প্রায় নয় মাস ধরে কৃষকরা দিল্লির রাজপথে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছে। একটার পর একটা আন্দোলন সংগঠিত হচ্ছে। যে আন্দোলনের মধ্য দিয়ে পাঁচশো জনের অধিক কৃষক শহীদের মৃত্যু বরণ করছে। আমরা ছাত্র সংগঠন AIDSO শুরু থেকেই এই আন্দোলন সমর্থন করে এসেছি। ফলে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত, আমরাও কৃষক পরিবারের সন্তান। আমরাও মনে করি অন্নদাতারা তাদের ফসলের নায্য দাম পাওয়ার দাবী ও তিন কালা কৃষি আইন বাতিল সহ, জাতীয় শিক্ষা নীতি ২০, বিদ্যুৎ আইন 2020 বাতিলের দাবিতে যে ধারাবাহিক আন্দোলন সংগঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় আগামী ২৭শে September ভারত বনধের ডাক দিয়েছেন ভারত বর্ষের কৃষকরা। আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এই বনধকে পূর্ণ সমর্থন জানাই এবং এই বন্ধকে সম্পূর্ণ ভাবে সফল করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই।
0 Comments