সর্বনাশা কৃষি আইন এবং জনস্বার্থবিরোধী বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহারের দাবিতে কোচবিহারের জামালদহ বাজারে আগামী 27 সেপ্টেম্বর সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধ সফল করতে মিছিল করল যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও । আগামী 27 শে সেপ্টেম্বর ভারত বনধকে সফল করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা।
0 Comments