৮ম বর্ষ বহ্নিশিখা পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান হল আজ সুব্রত চৌধুরী স্মৃতি পাঠাগারে। প্রকাশ করলেন ডক্টর প্রতিমা ভট্টাচার্য এবং শ্রীমতি নীলিমা ঈশোর। বক্তব্য রাখেন ডাক্তার ঠাকুরদাস পাল, অমরেন্দ্র বাসাক, শ্রী উমাপদ রক্ষিত। স্বরচিত কবিতা পাঠ করেন কবি হরিদাস পাল। আবৃত্তি করেন মমতা রায় সরমা দেবদত্ত। সঙ্গীত পরিবেশন করেন চন্দ্রিমা পাল, অমিত চক্রবর্তী, কোয়েল দাস, কিংশুক দাস। উদ্যোক্তাদের পক্ষ থেকে শ্রীমতি নীলিমা ঈশোর সবাইকে ধন্যবাদ জানান।
0 Comments