সংযুক্ত কিষান মোর্চার ডাকে ২৭ শে সেপ্টেম্বর সারা ভারত বনধ সফল করতে মেখলিগঞ্জ শহরে মিছিল করলো AIKKMS | | NARODNIK


সর্বনাশা কৃষি আইন বাতিল জনস্বার্থবিরোধী বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহার এবং কৃষিজ ফসলের ন্যূনতম মূল্যের সরকারি স্বীকৃতি প্রদানের দাবীতে আগামী 27 সেপ্টেম্বর সংযুক্ত কিষান মোর্চা যে  ভারত বনধ কর্মসূচি ঘোষণা করেছে সেই বনধ কে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়ে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরে মিছিল করলো কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষান ও খেতমজুর সংগঠন ।সংগঠনের মেখলিগঞ্জ ব্লক সভাপতি বিনোদ রায় বলেন টানা 10 মাস ব্যাপী কৃষকেরা ঐতিহাসিক লড়াই আন্দোলন করে যাচ্ছেন সরকারি হুমকি পুলিশের আক্রমণ ঝড়-বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে সমস্ত কিছুকে উপেক্ষা করেই। ইতিমধ্যেই 600 বেশি কৃষক আন্দোলনে আত্মহুতি দিয়েছেন। তাই অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার না করলে আগামী দিনে দেশজুড়ে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে।




Post a Comment

0 Comments