সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধ এর সমর্থনে কোচবিহার শহরে মিছিল করল যুব সংগঠন AIDYO | NARODNIK

 বিজেপি সরকারের তিনটি কালা কৃষি আইন এবং বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহার ও কৃষকের কৃষি ফসলের সহায়ক মূল্যের সরকারি ঘোষণার দাবিতে আগামী 27 সেপ্টেম্বর সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধ এর সমর্থনে  কোচবিহার শহরে মিছিল করল যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও। মিছিলের পূর্বে কোচবিহার শহরের ব্রাহ্ম মন্দির সংলগ্ন এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। এরপর মিছিলটি কোচবিহার শহর পরিক্রমা করে। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার না হলে আগামী দিনে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন।পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বাদল পাল সুমন পণ্ডিত প্রমুখ।


Post a Comment

0 Comments