কেটে যাওয়া একটা রাত্রি | NARODNIK


 

কেটে যাওয়া একটা রাত্রি

বিভাস রায়


বেলার শেষে সূর্য্য ডুবে যখন হল রাত্রি

ছাতে শুতে গিয়ে আমি কল্পনারই বেশে

লক্ষ তারার মাঝে আমি একলা মাদুরে

চাঁদকে আমি সঙ্গী করে ভবানা যতনে


সারাদিনটা কেটে গেলো অনেক ভুলের মাঝে,

খাপ ছাড়া  কিছুকথা আসছে আমার মনে,মনে

ভিন্ন জগৎ এই পৃথিবী আজব মানুষ আমারা

বেঁচে আছি লড়ায় করে মৃত্যু সুনিশ্চিতে ৷


সময় পিছু চলতে চলতে আমি কার মাঝে

ভাবলে যেন শিহরে উঠে আমার কেন মানুষ?

কি জন্য কে আমারা সর্ব শ্রেষ্ঠ জিনিস

অঙ্গ দেখে ভঙ্গ করি আলাদ সব মানুষ

ব্যক্তিত্ব প্রকাশ করি দেখাদেখির মানুষ৷


সাফল্যের অনেক মত জানি র্নিরবিশেষে

জ্ঞানি ভাবনা দূর করে ভাবছি আমি বসে

অনেক জনের অনেক মত রয়ছে অনেক বেশ

শুকনো কাঠে মাটির নিচে যাত্রা হবে শেষ


এক একজন এক এক রকম নিজের ব্যক্তিত্ব 

মুখোস ঘিরে সবাই মিলে করছি বাস এ ভুবনে যখন

বিচার বুদ্ধি তীক্ষ্ণ সবার ভাবিছি নতুন নতুন ৷


আজ পর্যন্ত নিজের খুশি পায়নি খুঁজে আমারা

যা ভেবেছি খুশি সেই খুশিতে দুঃখ এসে হয়ছে হাজির

যদি ধরি দেওয়া নেওয়া সবই খুশির শেষ

তাহলে কেন দেবার বেলাই হিংসা কেন জুটিস


হাজার জ্ঞান হাজার উপদেশ প্রশ্ন হাজার হাজার

উওর তো সন্ধান চালাছি  জানি না আমি কবে শেষ

জীবন্ত সব মানুষ আমরা বেচেঁ থাকা আশ্চর্য্য

মরেই যদি সব ফুরাবে তাহলে কেন বাঁচিস৷


উওরে সন্ধ্যানে সবই ভেবেছি জীবনে প্রকাশ করেনি

প্রকাশ করলে নিজের মধ্যে হাস্যকর জিনিস

সবার ভবনা নিজের কাছে রাখে গোপনে

এখন ভাবি সত্যি তো ভেবেছিলাম আমিও

কেন বা সর্ব শ্রেষ্ট মানুষ ?


আমারা ভাবনা এত দূর ভাবা আছে মাঝে

সব কি আর ছোট্ট কাগজে, মনে অনেক ভুল  

প্রকাশ পাইনা জানেন কেন ?

আমরা ভাবি আমাদের জীবনে একটা মাএ রাতে ৷


অনেক হলো রাত চাঁদ জেগে আছে

কালকে আবার সকাল বেলা পড়তে হবে মুখোস

অভিনয় করে মনে ভিতর লুকোতে এইসব জিনিস

নহলে তুমি পাগল মিথ্যা পৃথিবীতে সবাই করছে 

তুমি করো উদ্দেশ্য শেষ ৷

Post a Comment

0 Comments