সভ্যতার সংকট | NARODNIK

 সভ্যতার সংকট



সম্প্রীতি খবরে প্রকাশ হইয়াছে, অসমের মেরিগাঁও-এর জনৈক বাসিন্দা মাদক কিনিবার জন্য চল্লিশহাজার টাকায় নিজের শিশু সন্তানকে বিক্রি করতে গিয়া ধরা পড়িছে। ধরা না পড়িলে ইহা লোক চক্ষুর অন্তরালে নিঃশব্দে ঘটিয়া যাইত।

১৪ জুন কোচবিহার পুন্ডিবাড়ি থানার উত্তর খাগড়াবাড়ির রাজা রামমোহন রায় সরণি এলাকায় মদ্যপ ছেলে ধারালো অস্ত্র দিয়া প্রথমে মাকে, পরে বাবাকে এলোপাথাড়ি কোপায়। বাবার মৃত্যু হয়।

যোগীর রাজ্যে মদ মাফিয়ারা বিভিন্ন স্থানে খুন করিতেছে। ৯জুন' ২১ মদ মাফিয়াদের এই অপকীর্তি প্রকাশ করায় সাংবাদিক সুলভ শ্রীবাস্তবকে খুন করা হয়েছে।

এইরকম সব কত ঘটনা প্রতিদিন সমাজে ঘটিতেছে, তাহার কোন হিসাব কেহই রাখে না। অভাব-অনটনে খাবার জোটে না, তবুও চাই নেশার টাকা। নেশার কারণে সংসারের প্রতিনিয়ত ঝগড়া, মারামারি ঘটিতেছে। নেশাগ্রস্ত সন্তান বাবা মাকে পর্যন্ত খুন করিতেছে। নেশাদ্রব্য কারবারিরা বেপরোয়া হইয়াছে। নেশাগ্রস্ত অবস্থায় অসামাজিক কাজ করিতেছে। পথে-ঘাটে ট্রেনে বাসে সর্বত্র মা বোনেরা লাঞ্ছনার শিকার হইতেছেন, একের পর এক খুনের ঘটনাও ঘটিতেছে।

দেশের সরকার সমস্ত কিছু জানাও ক্রমাগত মদের দোকানের লাইসেন্স প্রদান করিতেছে। অবস্থা এমন যে প্রায় সর্বত্র মদের দোকান খোলা হইয়াছে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান না খুলিলেও সরকার মদের দোকান খুলিতে দ্বিধা করে নাই। সরকার মাদকাসক্তদের দুঃখে কাতর হইয়াছে, শিশুদের জন্য নয়।

সম্প্রীতি, মদের নেশার অর্থের জন্য নিজের সন্তান বিক্রি - এই খবরে বিবেকমান মানুষ শিহরিত হইয়াছেন। সকলের প্রচেষ্টায় সচেতনভাবে নেশামুক্ত না করিলে ভবিষ্যতে সরকারের প্রত্যক্ষ মদতে সভ্যতার তীব্র সংকট ঘনীভূত হইবে।

Post a Comment

0 Comments