রাজ্যে মদ বিক্রিতে উন্নয়ন
কিছুদিন আগে সরকার মদের দাম কমিয়ে মদ বিক্রিতে আয় বাড়ানোর কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। সে লক্ষ্য আজ পুরিত হচ্ছে। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে ২০২০-২০২১ অর্থবর্ষে মদ বিক্রি থেকে আয় হয়েছে ১৩৬০০ কোটি টাকা। এটা নাকি রেকর্ড আয় ৷ প্রশ্ন উঠেছে, মদ বিক্রি বাড়লে, মদ্যপ লোকের সংখ্যা 1 বাড়লে, ঘরে ঘরে মদ পৌঁছে দিলে কি জনগণের উন্নয়ন হয় ?
0 Comments