শেষ চাওয়া | NARODNIK




শেষ চাওয়া

বিভাস রায়


আসিবার পথে যন্ত্রনা কান্না জল 

একই সাথে মিশে সহ্য করিবো আমি 

তোমায় ভালোবেসে তবুও তবুও 

আমি ঘৃণা করিতে পারিবো না তোমাকে

তুমি হৃদয় জুড়ে রয়ে গেছো এ বুকে 

জমিদারি তোমার পেশা একখন্ড বুকের মাটি

রেখেছি যতনে যেখানে তুমি জমিদার আমি ভাগচাষী ৷


নতুন করে গল্প বানাবো নতুন করে সাজাবো

আনিবো কল্পনায় তবুও তবুও তোমায় ছেড়ে

হৃদয়ের ব্যাখা চাহিবো না নিজের কাছে 

মস্তিক দিক অনুকরন করিয়া তবুও আমি 

দেবোনা হাল ছাড়িয়া আগলে রাখিবো ৷


আবেগে বলতে থাকা আমার নিঃশ্বাস হবে কবে শেষ

তোমার সহিত হইত যদি রোজ দেখা পাষান হইতাম

যদি তোমার কাছে রাখিতাম অনুভূতির ছোট্ট রং

খন্ড খন্ড হইতাম যদিও আকাশ থাকিত নীল

তবুও ভাবি আজ তোমাকে দেখিবার দিন ৷


কারনে অকারনে বাধা পাই আমি

তোমার আর্বিভাব আমাকে আটকে দেয় 

পায়ের শিকলে রাখি যতনে হোক স্বাধীনতা ক্ষীন

তবুও তবুও খুঁজে চলি তোমার ফেলে যাওয়া

মুগ্ধ শ্বাস আমি তোমার ঘ্রাণে বাস করি

যাক স্বাধীনতা তবুও তবুও পরাধীন হয়ে

ভালোবাসি আমার শেষ চাওয়া ৷

Post a Comment

0 Comments