সংযুক্তসংযুক্ত কিষান মোর্চার আহবানে আগামী ২৭শে সেপ্টেম্বর ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। BJP সরকারের তিনটি কাল কৃষি আইন বাতিলের দাবিতে এই বন্ধ। দিল্লির চলমান কৃষক আন্দোলনের গতিপথেই এই বন্ধ। এই বন্ধ আন্দোলনকে আরও গতি দেবে। ইতিমধ্যেই বন্ধের সমর্থনে নেমেছে বহু মানুষ। সঙ্গের প্রতিবাদী মানুষদের বন্ধের সাপেক্ষে যে ছবি দেওয়া হল তারা বারকোদালী ২, দেওচড়াই, বালাভূত, নাককাটি অঞ্চলের কৃষক। কিষান মোর্চার আহবানে আগামী ২৭শে সেপ্টেম্বর ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। BJP সরকারের তিনটি কাল কৃষি আইন বাতিলের দাবিতে এই বন্ধ। দিল্লির চলমান কৃষক আন্দোলনের গতিপথেই এই বন্ধ। এই বন্ধ আন্দোলনকে আরও গতি দেবে। ইতিমধ্যেই বন্ধের সমর্থনে নেমেছে বহু মানুষ। সঙ্গের প্রতিবাদী মানুষদের বন্ধের সাপেক্ষে যে ছবি দেওয়া হল তারা বারকোদালী ২, দেওচড়াই, বালাভূত, নাককাটি অঞ্চলের কৃষক।
0 Comments