কারাগারে বন্দি এক শ্রেণী
বিভাস রায়
রুদ্ধ নিঃশ্বাস ! পৃথিবী জ্বলছে
আগুন জ্বেলেছে "মানুষ"
চারিদিকে হাহাকার মহামারির চিন্তায়,
কর্ম হারিয়ে বসে আছে দূর্ভিক্ষ অনাহার৷৷
কখন যে ফিরবে "শান্তির" বাতাস
বাতসে বয়ছে আগুনের চিঙ্গার ৷৷
রক্ত পিপাসু রাজনৈতিক দল৷৷
দাঙ্গা লেগেছে হিন্দু মুসলিমে
ফায়দা লুঠছে কিছু মানুষ,
ভাবছে না পরোকাল ৷৷
শিশু নারী বিলুপ্ত করছে ,
এই মানবসম্পদ ৷৷
ভবিষ্যতের চিন্তা নেই ,
ঘটাচ্ছে অনাচার ৷৷
দলে দলে মানুষের ভিড়,
অসহায় মুখ গর্জে ওঠে না ,
পেটের দায়ে ! চুষছে রক্ত অমানুষ ৷৷
ধরাচ্ছে রেড লাইটের ব্যাবসা,
সমাজ ছাড়খাড় করে ,
ধ্বংসের করছে সূচনা ৷৷
আসছে কায়ামত ভয় নেই তবুও,
মানুষের রক্ত এতো মিঠা
ভক্ষনে আজ মানুষ রুপি পশু ৷৷
ছেড়ে দাও ওদের বাঁচতে দাও ,
সুখ না দিতে পারো কষ্ট দিওনা ৷৷
নিয়তির কাছে মার খেয়েছে
তোমারা ওদের মেরো না,
ওদের কে বাঁচতে , দোহাই তোমাদের ৷৷
ওদের কেও নিঃশ্বাস নিতে দাও খোলা আকাশে৷৷
সমাজে থেকেও বন্দি ওরা,
এক শ্রেণীর মানুষ ৷৷
রক্ত ওদের লাল
আভিজাত্য করছে" কাল"
ভুগছে ওরা চিরটাকাল ৷৷
পাশে দাঁড়ানোর কেহ নেই,
দোষী আমরাই শিখেছি সমাজের থেকে,
ওরা নিচু জাতি ভেদাভেদ আমরাই করেছি ৷৷
"ছাড়ো না " অধিকার দাও সমাজে,
শ্রেণীর কারাদন্ডে বন্দি আর করোনা ৷৷
মুক্ত করে বাঁচতে দাও বিনা ভেদাভেদে,
সমাজের "কারাগার" শুন্য বন্ধ করে
বাঁচতে দাও ওদের নিজের মতো করে ৷৷
রুদ্ধ নিঃশ্বাস ! পৃথিবী জ্বলছে
আগুন জ্বেলেছে "মানুষ"
চারিদিকে হাহাকার মহামারির চিন্তায়,
কর্ম হারিয়ে বসে আছে দূর্ভিক্ষ অনাহার ৷৷
কখন যে ফিরবে "শান্তির" বাতাস
বাতসে বয়ছে আগুনের চিঙ্গার ৷৷
রক্ত পিপাসু রাজনৈতিক দল ৷৷
দাঙ্গা লেগেছে হিন্দু মুসলিমে
ফায়দা লুঠছে কিছু মানুষ,
ভাবছে না পরোকাল ৷৷
শিশু নারী বিলুপ্ত করছে ,
এই মানবসম্পদ ৷৷
ভবিষ্যতের চিন্তা নেই ,
ঘটাচ্ছে অনাচার ৷৷
দলে দলে মানুষের ভিড়,
অসহায় মুখ গর্জে ওঠে না ,
পেটের দায়ে ! চুষছে রক্ত অমানুষ ৷৷
ধরাচ্ছে রেড লাইটের ব্যাবসা,
সমাজ ছাড়খাড় করে ,
ধ্বংসের করছে সূচনা ৷৷
আসছে কায়ামত ভয় নেই তবুও,
মানুষের রক্ত এতো মিঠা
ভক্ষনে আজ মানুষ রুপি পশু ৷৷
ছেড়ে দাও ওদের বাঁচতে দাও ,
সুখ না দিতে পারো কষ্ট দিওনা ৷৷
নিয়তির কাছে মার খেয়েছে
তোমারা ওদের মেরো না,
ওদের কে বাঁচতে , দোহাই তোমাদের ৷৷
ওদের কেও নিঃশ্বাস নিতে দাও খোলা আকাশে ৷৷
সমাজে থেকেও বন্দি ওরা,
এক শ্রেণীর মানুষ ৷৷
রক্ত ওদের লাল
আভিজাত্য করছে" কাল"
ভুগছে ওরা চিরটাকাল ৷৷
পাশে দাঁড়ানোর কেহ নেই,
দোষী আমরাই শিখেছি সমাজের থেকে,
ওরা নিচু জাতি ভেদাভেদ আমরাই করেছি ৷৷
"ছাড়ো না " অধিকার দাও সমাজে,
শ্রেণীর কারাদন্ডে বন্দি আর করোনা ৷৷
মুক্ত করে বাঁচতে দাও বিনা ভেদাভেদে,
সমাজের "কারাগার" শুন্য বন্ধ করে
বাঁচতে দাও ওদের নিজের মতো করে ৷৷
লেখকের অন্যান্য লেখা
0 Comments