কৃষক শহীদ স্মরণে বামপন্থী সংগঠন | NARODNIK




হরিয়ানার কার্নালে কেন্দ্রীয় বিজেপি সরকারের কালা কৃষি আইন বিরোধী বিক্ষোভ আন্দোলনে হরিয়ানা পুলিশের বর্বরোচিত আক্রমণে কৃষক কর্মী সুশীল কাজল শহীদের মৃত্যু বরণ করেন। আজ তুফানগঞ্জ শহরে অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে সুশীল কাজলের স্মরণে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং আগামী ২৫শে সেপ্টেম্বর কারা কৃষি আইন প্রত্যাহারের জন্য সারা ভারত ধর্মঘট পালনের আহ্বান জানান।












Post a Comment

0 Comments