বিজেপি সরকারের সর্বনাশা কালা কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার এবং জনস্বার্থবিরোধী বিদ্যুৎবিল 2020 বাতিল এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের সরকারি ঘোষণার দাবিতে আগামী 27 সেপ্টেম্বর সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধ কর্মসূচিকে সফল করতে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা বাজারে মিছিল করলো অল ইন্ডিয়া কিষান ও ক্ষেতমজুর সংগঠন। সংগঠনের মেখলিগঞ্জ ব্লক সম্পাদক জগদিস অধিকারী বলেন কৃষি আইন পাশ করার মধ্য দিয়ে অত্যাবশ্যকীয় আইন তুলে দিয়ে জিনিসপত্রের অবাধ মজুতদারী এবং কালোবাজারি করার অধিকার ভারতবর্ষের আম্বানি আদানিদের হাতে তুলে দিলো বিজেপি সরকার। চুক্তি চাষ চালু করার মধ্য দিয়ে আগামী দিনে কৃষকের জমি কোম্পানির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি সরকার।এর বিরুদ্ধে আগামী আন্দোলন গড়ে তুলতে আগামী 27 সেপ্টেম্বর ভারত বনধ সফল করে তুলতে সর্বস্তরের নাগরিকদের সক্রিয় ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
0 Comments